Youtube Chennel

SANTALIO SHAYARI

Baha Kisku - 39 Witnesses. 16 Days. One Monster Teacher.” — Birbhum Awaits Justice! | ১৬ দিন, ৩৯ সাক্ষী, আর এক খুনি শিক্ষক!” — জঙ্গলমহলের মেয়ের হত্যার বিচার শুরু



 
 
 
 
 
  ছাত্রী খুনে সাক্ষী ৩৯, সাক্ষ্যগ্রহণ ১৬ দিনে | Rampurhat Breaking News
  
 
 

 
 
   

ছাত্রী খুনে সাক্ষী ৩৯, সাক্ষ্যগ্রহণ ১৬ দিনে

   
🗓️ রিপোর্ট: ২৯ অক্টোবর ২০২৫ | 📍 সিউড়ি ও রামপুরহাট

    Rampurhat Student Murder Case

   

🔥 Birbhum আবারও কেঁপে উঠল! আদিবাসী ছাত্রী হত্যাকাণ্ডে ৩৯ জন সাক্ষীকে ডাকা হয়েছে — এবং বিচারক সৌগত রায়চৌধুরী জানিয়েছেন, পুরো সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া চলবে মাত্র ১৬ দিনেই


   
      পুলিশের তরফে ইতিমধ্যেই দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হয়েছে, যাতে রয়েছে ফরেনসিক রিপোর্ট, ডিজিটাল ম্যাপিং, টাওয়ার লোকেশন, এবং ড্রোন ইমেজসহ নানা প্রমাণ।
   


   

অভিযুক্ত শিক্ষক মনোজ পাল আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ — তিনি এক আদিবাসী ছাত্রীকে মোটরবাইকে বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণ ও খুন করেন। আদালতে তাঁকে আনা হলে কড়া নিরাপত্তা ছিল সিউড়ি মহকুমা আদালত চত্বরে।


   
"We are confident that justice will prevail based on solid forensic and digital evidence," — SP Amandeep.

   

এই মামলার শুনানিতে সরকারি আইনজীবী অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত বিচারের আবেদন জানান। বিচারকও তা মঞ্জুর করেন। প্রশাসন জানিয়েছে, প্রয়োজনে তৃতীয় ও চূড়ান্ত চার্জশিটও জমা দেওয়া হতে পারে।


   

জেলা জুড়ে আদিবাসী সমাজ ও মানবাধিকার সংগঠনগুলো দাবি তুলেছে — “এমন নৃশংস ঘটনার দ্রুত বিচারই হবে প্রকৃত ন্যায়বিচার।”


   
✍️ প্রতিবেদন: #TrendOfSanthal | #SomnathMurmu

   

      🔥 #BirbhumNews #Rampurhat #BreakingNews #JusticeForTribalGirl #ManojPal #BengalCrime #StudentMurderCase #BanglaNews #TrendOfSanthal
   

 

Post a Comment

0 Comments